Reported By : News Desk
২৪ শে ডিসেম্বর, রবিবার, আজ দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত প্রাইমারি টেট পরীক্ষা। পরীক্ষা দিতে ঘন কুয়াশায় সকাল থেকে ভিড় জমিয়েছে দৌলতাবাদের গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসায়। অনুমতি না পাওয়া পর্যন্ত বিদ্যালয়ের গেট বন্ধ থাকবে, বাইরে রয়েছে সিকিউরিটি। আজকের পরীক্ষায় তাদের দায়িত্ব এডমিট কার্ড, আইডি প্রুভ দেখে প্রবেশ করানোএবং সাথে যেন মোবাইল, যান্ত্রিক সরঞ্জাম না থাকে সেটা দেখাশোনা করা।