Reported By:- Subham Roy
অবশেষে এসেই গেল সেই দিন। ছোটপর্দার অভিনেত্রী থেকে বড়পর্দার নায়িকা হয়ে উঠলেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। ‘মিঠাই’ থেকে ‘রুমি’। গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে তাঁর প্রথম ছবি ‘প্রধান’। প্রথম ছবিতেই দেবের নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই ছবির প্রচারে সৌমিতৃষার এক নতুন রূপ দেখা যাচ্ছিল। মিঠাইয়ের খোলস ছেড়ে বেরিয়ে ঝাঁ চকচকে নয়া অবতারে ধরা দিয়েছেন তিনি। আর প্রধান এর প্রিমিয়ারে তো সৌমিতৃষার রূপে রীতিমতো চোখই ধাঁধিয়ে গেল অনুরাগীদের।
হালকা গোলাপি রঙের স্বচ্ছ সিক্যুইনের শাড়ির সঙ্গে ডিপনেক স্লিভলেস ব্লাউজ পরেছিলেন সৌমিতৃষা। সঙ্গে মানানসই অলঙ্কার আর ডিউয়ি মেকআপ। অভিনেত্রীর দিক থেকে চোখই সরানো যাচ্ছে না। ক্যাপশনে সৌমিতৃষা লিখেছেন, ‘গতকাল আমার প্রথম ছবি প্রধান এর প্রিমিয়ারে’। মাত্র কয়েক ঘন্টা তেই হাজার হাজার লাইক পড়ে গিয়েছে সৌমিতৃষার পোস্টটিতে।