Reported By : News Desk
২৫ শে ডিসেম্বর, সোমবার, প্রতি বছরের মত এবছরও ভাটপাড়া পৌরসভার পুরপারিষদ তথা জগদ্দল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাংশু সরকারের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের মানুষের ঢল। সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করেন। তাদের সুখে দুঃখে তাদের পশে থাকেন। এদিনের রক্তদান শিবিরে যেভাবে মানুষের ঢল নামল তাতে বোঝা গেল জগদ্দল অঞ্চলের মানুষ হিমাংশু সরকারের পাশেই রয়েছেন। প্রদীপ জ্বালিয়ে এদিনের রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন ব্যারাকপুরের সাংসদ তথা জননেতা অর্জুন সিং।