রক্তদান শিবিরে মানুষের ঢল

রক্তদান শিবিরে মানুষের ঢল

Reported By : News Desk
২৫ শে ডিসেম্বর, সোমবার, প্রতি বছরের মত এবছরও ভাটপাড়া পৌরসভার পুরপারিষদ তথা জগদ্দল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাংশু সরকারের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের মানুষের ঢল। সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করেন। তাদের সুখে দুঃখে তাদের পশে থাকেন। এদিনের রক্তদান শিবিরে যেভাবে মানুষের ঢল নামল তাতে বোঝা গেল জগদ্দল অঞ্চলের মানুষ হিমাংশু সরকারের পাশেই রয়েছেন। প্রদীপ জ্বালিয়ে এদিনের রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন ব্যারাকপুরের সাংসদ তথা জননেতা অর্জুন সিং।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার প্রাক্তন উপ পুরপ্রধান ও আদি তৃণমূল নেতা সোমনাথ তালুকদার। তারা প্রত্যেকেই ভূয়সী প্রসংশা করেন হিমাংশু সরকারের এহেন উদ্যোগের। এদিন পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের সংখ্যা ছিল চোখে পড়ার মত। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপদকালীন রক্তের সংকট মেটাতে রাজ্যজুড়ে রক্তদান শিবিরের আয়োজনের ডাক দিয়ে ছিলেন ,তারই ডাকে সাড়া দিয়েই এই রক্তদান উৎসবের আয়োজন বলে জানালেন হিমাংশু সরকার।

Leave a Reply

Translate »
error: Content is protected !!