সেই ধারাকেই বজায় রেখে প্রতিবছরের ন্যায়েএবছরেও গ্ৰামীণ হাওড়া জেলার আমতা, জয়পুর, মানকুর ,বাগনান বীরশিবপুর ,উলুবেড়িয়া, পাঁচলা ,রানিহাটি, ধুলাগোড়, সাঁকরাইলের বিস্তীর্ণ এলাকা ঘুরে ঘুরে রেলস্টেশন ,বাসস্ট্যান্ড ও ফুটপাতে বসবাসকারী 71জন মানুষের এই প্রচন্ড শীতের কষ্ট কিছুটা লাঘব করতে তাদের হাতে নতুন কম্বল উপহার তুলে দিয়েছে।