সাঁইথিয়া থানার পুলিশের তরফ থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় শনিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই তিন দুষ্কৃতীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। ধৃতদের থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং উদ্ধার হয়েছে নগদ 25000 টাকা। এর পাশাপাশি ওয়েটিং দুষ্কৃতীর একটি মোটর বাইক আটক করেছে সাঁইথিয়া থানার পুলিশ।
এই ঘটনায় রবিবার তাদের সিউড়ি আদালতে তোলা হলে তাদের পুলিশ-হেফাজত চাওয়া হয়নি পুলিশের তরফ থেকে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। তবে বিচারক সমস্ত দিক বিবেচনা করে ধৃত ৩ জনকে আগামী 12 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের আগামী 12 নভেম্বর পুনরায় আদালতে পেশ করা হবে।