Reported By:- Masud Rana
সেভ ড্রাইভ সেভ লাইফ মানুষকে পথ চলার সতর্কীকরণের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার এক অভিনব মিছিল আজ বেলা ১০ টার পরে ডোমকল বাস স্ট্যান্ড থেকে এস.ডি.ও.মোর পর্যন্ত পথ চলা শুরু করল, ডোমকল থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ডোমকলেন পুরোহিত ও অল বেঙ্গল ইমাম মরজিন অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি নিজামুদ্দিন বিশ্বাস ও প্রভাস দেবনাথ পুরোহিতের তত্ত্বাবধানে এই মিছিল সকালে করা হলো, তারা আশাবাদী যে এই সম্প্রীতির সারা গোটা জেলা রাজ্য ও দেশ ব্যাপী পড়বে।