শনিবার বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবু তাহের খানের নেতৃত্বে এই সাইকেল মিছিল হয়। গোটা বহরমপুর শহর এই মিছিল পরিক্রমা করে। এদিন তৃণমূল জেলা সভাপতি আবু তাহের খান বলেন, রাজ্যের নেতৃত্বের নির্দেশে গোটা রাজ্য আজ প্রতিটি ব্লক অফিসে ও জেলা তৃণমূল কার্যালয়ে ডিজেল পেট্রোল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলছে। অনুরূপ ভাবে এই জেলায় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল করছে। এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা।
