মুর্শিদাবাদের জেলাশাসকের অফিসে ১০ দফা দাবির ভিত্তিতে মুর্শিদাবাদ জেলা কিষান এবং ক্ষেত মজদুর ইউনিয়নের ডেপুটেশনকে ঘিরে ব্যাপক উত্তেজনা বহরমপুর শহরে। মঙ্গলবার দুপুরে ইউনিয়নের তরফে মিছিল করে জেলাশাসকের অফিসের দিকে যাওয়ার চেষ্টা করা হলে পুলিশ সেই মিছিল টেক্সটাইল মোড়ে আটকে দেয়। এরপর কিছু ব্যক্তি পুলিশ ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে গোটা এলাকাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে । তবে আইনশৃঙ্খলার বড় কোনও অবনতির ঘটনা ঘটেনি।