ফরাক্কা ব্যারেজ কলোনি আবাসনে যুবক খুনের ঘটনায় অভিযুক্ত চার বন্ধুকে মুর্শিদাবাদ জেলা জুভেনাইল আদালতে তোলা হ'ল বৃহস্পতিবার। উল্লেখ্য- সম্প্রতি মোবাইলে অনলাইন গেমের আইডি নিয়ে বিবাদের জেরে পাপ্পু দাস নামে এক যুবককে কুপিয়ে খুন করে আগুনে পুড়িয়ে মৃতদেহ লোপাটের চেষ্টা করে তার চার বন্ধু। ঘটনার পর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চার বন্ধুকে গ্রেফতার করতে সমর্থ হয় ফরাক্কা থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তদের তোলা হ'ল মুর্শিদাবাদ জেলা জুভেনাইল আদালতে। ঘটনায় অভিযুক্তরা প্রত্যেকেই নাবালক- সেই জায়গা থেকে আপাতত রাখা হবে বহরমপুরে সরকারি এক হোমে। আগামী ১লা ফেব্রুয়ারি পুনরায় তাদের আদালতে তোলা হবে জানা গিয়েছে আদালত সূত্রে।