Reported By:- Masud Rana
আজ বৃহস্পতিবার দুপুরে ছোটো ছেলেরা খেলা করতে গিয়ে দেখতে পায় ব্যাগের ভিতর কিছু আছে। তারপর কানাকানি হতেই দৌলতাবাদ থানায় জানানোর পর তড়িঘড়ি থানার পুলিশ এসে দুটি সকেট বোমা উদ্ধার করে গিরিনগর পশ্চিমপাড়ায় মৃত সালেহাজ বেওয়া এর বাড়ি থেকে। স্থানীয় সূত্রে জানা যায়, সালেহাজ বেওয়া মারা যাওয়ার পর বাড়িতে বসবাস করার কেউ থাকে না। সেই ফাঁকা বাড়িতে কে বা কারা কি উদ্দেশ্যে বোমা মজুত রেখেছে তার তদন্তে দৌলতাবাদ থানার পুলিশ। বোম স্কাউট টিমকে খবর দেওয়া হলে, বোমা স্কাউট টিম এসে বোমা দুটো নিষ্ক্রিয় করবে বলে জানা যায়।