আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের, মৃতের নাম সিনারুল ইসলাম (বয়স ২২ বছর) ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে। শুক্রবার ঘটনাটি ঘটেছে কেরালার ত্রিশূল জেলার আধারপল্লী এলাকায়। জানাগেছে গত চার মাস আগে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার ফকিরাবাদ এলাকার সিনারুল ইসলাম নামের এক যুবক কেরালয় কাজে যায়। কাজে শেষে প্রতিদিন সন্ধায় পরিবারের সাথে কথা হতো। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় সিনারুলের কথা হয়েছিল পরিবারের সাথে। হঠাৎই শুক্রবার ফোন মারফত পরিবারের লোক জানতে পারে সিনারুলের মৃত্যু হয়েছে। ইলেকট্রিক শকে তার মৃত্যু হয় বলে খবর। নুন আনতে পান্তা ফুরানোর সংসারের হাল ধরতে বিদেশ পাড়ি দিয়েছিলেন ওই যুবক, তবে তার আর বাড়ি ফেরা হলো।এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবারের লোকজন । শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। কিভাবে দেহ দেশের বাড়িতে ফিরবে তা নিয়ে দুশ্চিন্তায় পরিবার। সাহায্যের আর্জি পরিবারের।