আজ ২২ শে জানুয়ারি- অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন। এই উপলক্ষে বহরমপুরের গোরাবাজার সনাতনী সমাজের উদ্যোগে রাম পুজোর আয়োজন করা হ'ল মহা সাড়ম্বরে। সোমবার সকালে এই পুজোকে কেন্দ্র করে হাজির হয় বহু ভক্ত, সনাতনী সমাজের প্রত্যেক সদস্য সহ শহরের বহু সাধারণ মানুষ। সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে গঙ্গার জল আনতে যাওয়া হয় বহরমপুরের গোরাবাজার ঘাটে। উল্লেখ্য- আজকের দিনে বহরমপুরে গোরাবাজার সনাতনী সমাজের উদ্যোগে এই রাম পুজোর সম্পূর্ণ আয়োজন করা হয় বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্রের নেতৃত্বে।