Skip to content
সপ্তাহের প্রথম দিনে অনির্দিষ্ট কালের জন্য মুর্শিদাবাদ জুড়ে বেসরকারি বাস পরিষেবা বন্ধে

সপ্তাহের প্রথম দিনে অনির্দিষ্ট কালের জন্য মুর্শিদাবাদ জুড়ে বেসরকারি বাস পরিষেবা বন্ধে

Reported By:-  Binoy Roy

সপ্তাহের প্রথম দিনে অনির্দিষ্ট কালের জন্য মুর্শিদাবাদ জুড়ে বেসরকারি বাস পরিষেবা বন্ধের ডাক দেওয়া হ'ল মুর্শিদাবাদ জেলা বাস ওনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে। ফলে এদিন সকাল থেকে রীতিমতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাস যাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীদের। এমতো অবস্থায় জেলা বাস ওনার্স এসোসিয়েশনের বক্তব্য- বিগত দিনে একাধিকবার নিজেদের সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হয়েছে, পাশাপাশি ইতিমধ্যে একাধিকবার আন্দোলনেও সামিল হয়েছেন তারা- তার পরেও সমস্যার কোনো সমাধান না মেলায় শেষ অবধি আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য বেসরকারি বাস পরিষেবা বন্ধের ডাক দেওয়া হয়েছে এসোসিয়েশনের পক্ষ থেকে। তাদের দাবি- দিনে দিন জেলার প্রত্যেক রুটে অবৈধ গাড়ির সংখ্যা বেড়েই চলেছে। ফলে নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে বাসের কর্মী ও বাস মালিকদের। অন্যদিকে জেলার সদর শহর বহরমপুরে জাতীয় সড়কের বাইপাস রোড চালু হওয়ায় প্রত্যেক গাড়ি পিছু দ্বিগুণ টাকা দিতে হচ্ছে শিবপুর টোলগেটে। পাশাপাশি গাড়ি চালকদের বিরুদ্ধে আনা কেন্দ্র সরকারের কালা আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মূলত এই সমস্ত দাবিদাওয়ার ভিত্তিতে আজ সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য জেলা জুড়ে বেসরকারি বাস পরিষেবা বন্ধের ডাক দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলা বাস ওনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে।

Leave a Reply

error: Content is protected !!