Skip to content
প্রত্যাশা ফাউন্ডেশন “মানবতার ফেরিওয়ালা”

প্রত্যাশা ফাউন্ডেশন “মানবতার ফেরিওয়ালা”

ডোমকল পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ার শম্পা চৌধুরী, দীর্ঘদিন কিডনির সমস্যাই ভুগছিলেন, শম্পা চৌধুরী ও তার প্রতিবেশী সুফিয়ান বিশ্বাস প্রত্যাশা ফাউন্ডেশন এর কাছে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেন। সেই আবেদনের আশ্বাস দিয়ে ছিলেন প্রত্যাশা ফাউন্ডেশনের কর্মকর্তারা। হঠাৎ মারা যান শম্পা চৌধুরী, তার এক মেয়ে ও ছেলে রয়েছে, মেয়ের বিয়ে হয়ে গেলেও ৯ বছরের এক ছেলে রয়েছে। অতি দরিদ্র পরিবারের শম্পা চৌধুরীর কিডনির চিকিৎসায়ী সব হারিয়েছেন। প্রত্যাশা ফাউন্ডেশন এর কাছে শম্পা চৌধুরীর শ্রাদ্ধের খরচের আবেদন করেন। প্রত্যাশা ফাউন্ডেশন সক্রিয় সদস্য মানবতার ফেরিওয়ালা রবিউল হক শম্পা চৌধুরী পরিবারের হাতে কিছু অর্থ তুলে দেন, প্রত্যাশা ফাউন্ডেশন নামক এই সংস্থার কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজন।

Leave a Reply

error: Content is protected !!