আজ ২৩শে জানুয়ারি, ভারত মাতার বীর সন্তান নেতাজী সুভাসচন্দ্র বোসের ১২৭ তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে সারা দেশ জুড়ে। মঙ্গলবার সকালে বহরমপুরে জাতীয় কংগ্রেসের জেলা কার্যালয়ে সাড়ম্বরে পালিত হ'ল এই দিনটি। এই উপলক্ষে এদিন সকালে জেলা কংগ্রেস কার্যালয়ে সমবেত হন জেলা কংগ্রেস নেতৃত্ব সহ বহরমপুর ব্লক ও বহরমপুর টাউন কংগ্রেসের নেতা ও কর্মীরা। সেখানে নেতাজী সুভাসচন্দ্র বোসের প্রতিকৃতিতে মাল্যদান ও সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এদিনের এই অনুষ্ঠানে নেতাজীর জীবনী বিষয়ে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ও মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের বিশিষ্ট জনেরা।