ভারত বাংলাদেশের সীমান্তের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত রাণীনগর থানার অন্তর্গত,রাণীনগর২ ব্লকের অধীনস্থ 9নং রাজাপুর পঞ্চায়েত অঞ্চলের -চর রাজানগর শিশু শিক্ষা কেন্দ্র বিদ্যালয়ে মিড ডে মিল নিয়ে নানা সমস্যার উঠে আসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা সুধারাণীর বিরুদ্ধে,, সরকারের নির্দেশে অনুসারে যে পরিমাণ মতো প্রতিনিয়ত মিড ডে মিলের ব্যাসস্থা করা রয়েছে সে পরিমাণ মতো মিড ডে মিল বাচ্চারা পাচ্ছে না,, এই নিয়ে অভিভাবকরা অভিযোগ তুলেছেন, ততপর আজকে স্কুলে গ্রাম মেম্বার ও অভিভাবক ও অভিভাবকারা গিয়ে সে সমস্যার কথা জানতে গিয়ে দেখেন যে স্কুলের প্রধান শিক্ষকা স্কুলে নিজেকে উপস্থিত দেখিয়ে কোনো কারণ দেখিয়ে তিনি স্কুল থেকে বেরিয়ে যান, স্কুলের অন্যান্য শিক্ষিকারদের কাছ থেকে জানা যায়,,
গ্রাম মেম্বার কানাই মণ্ডল অভিভাবক অভিভাবক ও রাঁধুনিদের বলেন যে মিড ডে মিল ঠিক মতো হয় না, স্কুলে পঠন পাঠান সেই ভাবে চলে না , মিড ডে মিলের যাবতীয় সব্জি প্রধান শিক্ষকা তার বাড়ি থেকে নিয়ে আসে ,খুব কমসংখ্যক দোকান থেকে কেনা হয় ও
খাতায় তার বিবরণ তুলে রাখে যা দোকান থেকে কেনা হয়েছে,, ছাত্র ছাত্রীরা পেট ভরে খাবার খেতে পাচ্ছে না সবজির অভাবে , সরকারের তালিকা অনুযায়ী কোনো খাবার ঠিক ভাবে হয়না , এই নিয়ে বিডিও ও মিড ডে মিলের সুপারভাইজার কে জানানো হয়েছে,,
পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ করা যায়নি ।