ভারত জড়ো ন্যায় যাত্রায় মুর্শিদাবাদের মাটিতে এসেছিলেন রাষ্ট্রীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি আসার কয়েক দিনের মধ্যেই শাসক শিবিরে ভাঙ্গন। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান। গত পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করেছিল ডোমকলের বাম কংগ্রেস জোট। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর, বোর্ড গঠনের সময় একাধিক জয়ী প্রার্থীরা, তাসের ঘরের মতো ভেঙে চলে যায় তৃণমূলে। একের পর এক শক্তি বৃদ্ধি হয় তৃণমূলের এবার শক্তি বৃদ্ধি কংগ্রেসের। সামনে লোকসভা ভোট আর তার আগে ভারত জড়ো ন্যায় যাত্রায় এসেছিলেন রাহুল গান্ধী। তিনি এই জেলা থেকে যেতে না যেতেই এবার শাসক-শিবিরে ভাঙ্গন । সেই ছবি দেখা গেল মুর্শিদাবাদের ডোমকল রায়পুর অঞ্চলে। প্রায় শতাধিক কর্মী সমর্থক , কংগ্রেসে যোগদান করেন বলে জানা যায়। এ যোগদান সবাই উপস্থিত ছিলেন ব্লক সভাপতি অঞ্চল নেতৃত্ব সহ আরো অনেকে।