Skip to content
আবারও হয়ে গেল ডোমকল মোহামেডান ক্লাবের উদ্যোগে ক্যারাম প্রতিযোগীতা

আবারও হয়ে গেল ডোমকল মোহামেডান ক্লাবের উদ্যোগে ক্যারাম প্রতিযোগীতা

Reported By:- Masud Rana

আবারও হয়ে গেল ডোমকল মোহামেডান ক্লাবের উদ্যোগে রাজ্য ব্যাপি খেলোয়াড়দের সমন্বয়ে ৬৪ টিমের ক্যারাম প্রতিযোগীতা। ডোমকল মোহামেডান ক্লাবের পরিচালনায় ৬৪ টিমের ক্যারাম প্রতিযোগীতা, এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আলিম বাপী বিশ্বাস সালামোতুল্লা সেখ সহ আসাদুজ্জামান টিটু ও সকল ক্লাবের সদস্য রবিবার জাকজমক ভাবে এই খেলা অনুষ্ঠিত হয় ডোমকল বিডিও মোড় ডোমকলের খেলাপ্রেমী আব্দুল আলিম বাপী বিশ্বাসকে পেয়ে উচ্ছ্বসিত ছিল কমিটির সদস্যদের পাশাপাশি দর্শকেরা। শুধু ডোমকল নয় ডোমকল মহকুমা জুড়ে বিভিন্ন খেলার মঞ্চে দেখা যায় বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম বাপী বিশ্বাসকে, আবারও এক রাজ্যব্যাপী খেলার কাছে সাক্ষী রইলেন এলাকার মানুষজন।

Leave a Reply

error: Content is protected !!