শনিবার রাতে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত মাড়গ্রামের গুরুলিয়া বাসট্যান্ড থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হল একজনকে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম নাসিম মিঞা, বাড়ি খড়গ্রাম থানার অন্তর্গত মাড়গ্রাম মিঞাপাড়া এলাকায়। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রবিবার দুপুরে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সমস্ত কাগজপত্র দেখে তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।