চাকরির নামে প্রতারণা , ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের জলঙ্গিতে। ঘটনায় আটক জনাকয়েক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জলঙ্গির ফরিদপুর অঞ্চলের পাকুরদিয়ার এলাকায়। ওই এলাকার বাসিন্দা সাহাবুল ইসলাম বহিরাগত কিছু অবৈধ অফিসার ডেকে একটি বাঁশ বাগানের মধ্যে প্যান্ডেল করে অবৈধ ইন্টারভিউ নিচ্ছিল। সেই খবর জানাজানি হতেই, শোরগোল পড়ে এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী । ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ, পাশাপাশি সেখান থেকে ল্যাপটপ এবং প্রয়োজনীয় কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করে বলেও সূত্রের খবর। এই প্রতারণা নিয়ে ইতিমধ্যেই তদন্ত নেমেছে জলঙ্গি থানার পুলিশ।