গোডাউনের গেটে ঝালাই ও তালা মেরে পাট ব্যবসিকদের বিক্ষোভ জলঙ্গীতে
ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের জোড়তলা এলাকায় মহাবীর জুট কোম্পানির কেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন পাট ব্যবসিকরা,তাদের দাবি দীর্ঘদিন ধরে পাটের ব্যস্ত তারা করে আসছেন কিন্তু এমনটা কোনো দিন ঘটেনি,গত তিন মাস ধরে টাকা দেওয়ার কথা বলে আসলেও সেই টাকা না পাওয়ায় আমরা পাট ব্যবসায়ীরা এই কাজ করতে বাধ্য হয়েছি।তিনি আরো জানান আমরা সকলে মিলে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা পাবো সেই টাকা না দিয়ে কোম্পানি বন্ধ করে কলকাতায় চলে গিয়েছে।তাই আমাদের পাওনা টাকা আদায়ের জন্য সকলে মিলে বিক্ষোভ দেখলাম,তাতেও যদি টাকা না পাই তাহলে সপরিবারে এসে আত্মহত্যা করতে হবে আমাদের এমনি হুশিয়ারি দেন এদিন।
ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে আসে জলঙ্গী থানার পুলিশ ।