কোভিড কালে ট্রেনের ভাড়া বৃদ্ধির পর তা আর কমানো হয়নি। স্বাভাবিকভাবে নিত্যদিনের এই সমস্যা অর্থাৎ বর্ধিত ভাড়া দিয়ে যাতায়াত করতে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছিলো কাটোয়া- আজিমগঞ্জ রুটের নিত্যযাত্রী তথা ট্রেন যাত্রীদের। যাত্রী সাধারণের এই অসুবিধার কথা মাথায় রেখে এই বিষয়ে রেল মন্ত্রকের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আজ ২২ শে ফেব্রুয়ারি থেকে ওই রুটে পুনরায় নিম্নতম ভাড়া ১০টাকা করে ধার্য্য করা হবে। এই বিষয়ে বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস।