হেমন্তের দুপুরটা অন্য ছবি দেখল পূর্ব লালগোলা দিশা নেশা মুক্তি কেন্দ্র। ভাইফোঁটার দুপুরে ছোট-বড় - বুড়োদের মিলনক্ষেত্র হয়ে উঠেছিল দিশা। কিন্তু ওরা কারা? ওরা তো সমাজের বিভিন্ন নেশায় আসক্ত মানুষজন। তাঁরা সকলেই নেশা মুক্তি কেন্দ্রের চিকিৎসাধীন রোগী। এদিন ওদের ভাইফোঁটা দিয়ে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে চেয়েছে বহরমপুরের 'মুক্ত নীল'। শুধু ফোটাই নয়, তার সাথে ছিল মিষ্টি মুখের আয়োজন। কেন এমন উদ্যোগ? উদ্যোক্তাদের পক্ষে 'মুক্ত নীলের'কর্ণধার কাকলি লাহিড়ী জানিয়েছেন, সারা বছর আমরা নানা অনুষ্ঠানে আনন্দে মেতে থাকি। ওদের কথা কে আর ভাবে। তাই এই বিশেষ দিনে ওদের মনে একটু আনন্দ দিতে আমাদের সামান্য আয়োজন। ভর্সা পেলে আগামী বছরও আরো নতুন কিছু করার ইচ্ছা রইল।