মুর্শিদাবাদের ডোমকলে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ডোমকলের জিতপুর নতুনপাড়া গ্রাম থেকে বোমা উদ্ধার। মাঠের একটি কালভার্টের নিচে ব্যাগভর্তি বোমার হদিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, খবর দেওয়া হয় বোম স্কোয়াড বাহিনীদের। কোথা থেকে এত বোমা এল, তদন্তে পুলিশ। যদিও বোম উদ্ধারে আতঙ্কে এলাকাবাসী।