Skip to content
জামিয়াতুল ইমাম আল-আলবানির ১২জন ছাত্রীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হলো

জামিয়াতুল ইমাম আল-আলবানির ১২জন ছাত্রীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হলো

Reported By:- মুহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের বুড়িহান জামিয়াতুল ইমাম আল-আলবানির বালিকা বিভাগ কুল্লিয়া খাদিজা আশ-শারঈয়া-এর ১২জন ছাত্রীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার। তাঁরা বুখারী শরীফ থেকে ফারাগাত হয়। এ প্রসঙ্গে বুড়িহান জামিয়াতুল ইমাম আল-আলবানির কর্ণধার মতিউর রহমান মাদানী বক্তব্য রেখে বলেন, আমাদের পূর্ণ বিশ্বাস এবং একশো শতাংশ ভরসা রয়েছে যে, আমাদের প্রতিষ্ঠানের ছাত্রীরা জীবনে সুপ্রতিষ্ঠিত হবেই। তারা জাতিকে পথ দেখাবে। আগামীদিনে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও আসামে তারা বিভিন্ন দিকে এগিয়ে থাকবে।

Leave a Reply

error: Content is protected !!