প্রাণী মিত্রাদের নিয়ে ওরিয়েনটেশন শিবিরের আয়োজন করা হয়েছিল বহরমপুর রবীন্দ্র সদনে। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রশিক্ষন প্রাপ্ত প্রাণী মিত্রাদের আবারও পশিক্ষন দেওয়া হল জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে। অধিকারিকদের দাবি, এই জেলায় প্রাণী সম্পদ বিকাশের সমূহ সম্ভাবনা রয়েছে। আজকের শিবির থেকে প্রাণীমিত্রাদের আরও পশিক্ষন দেওয়া হল। যাতে তারা গ্রামে গ্রামে গিয়ে পশুপালকদের বোঝাতে পারে। তাদের আরও আর্থিক স্বনির্ভর করে তুলতে পারে।