স্টুডেন্ট হেলথ হোম জন্ম লগ্ন থেকেই আগামী প্রজন্মকে নিয়ে ভাবিত। তারা বিভিন্ন জনহিতকর কাজ কর্মে জড়িয়ে আছে। শুধু চিকিৎসা পরিষেবা দেওয়া নয়, বিপদে আর্তের পাশে দাঁড়ানো, বিপথ থেকে ফিরিয়ে আনা সবেতেই এই সংগঠনের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
বর্তমান সময়ে সাম্প্রদায়িকতা, মৌলবাদ, ধর্মীয় হানাহানি, মেরুকরণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।তাই আমাদের সমাজকে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে স্টুডেন্ট হেলথ হোম বহরমপুর আঞ্চলিক কেন্দ্র প্রতি বছরের ন্যায় এ বছরও ভাইফোঁটার আয়োজন করে এদিন। ফোঁটা দেওয়ার পাশাপাশি ছিল মিষ্টি মুখের আয়োজন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সহ-সভাপতি শ্যামল কুমার সাহা, সম্পাদিকা বিউটি চন্দ্র, সভাপতি সুজাতা চক্রবর্তী সহ আরো অনেকে।