উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বাজারগাও এক নম্বর পঞ্চায়েত প্রাঙ্গনে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর জন্য সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার এ প্রসঙ্গে বাজারগাও এক নম্বর পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি আব্দুল মাজেদ বলেন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ১লাগছে মার্চ থেকেই ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদান করার কাজ শুরু করবেন। তাঁর কথা মতো গ্রামের দরিদ্র মানুষেরা আজ থেকেই বকেয়া মজুরি পাওয়া শুরু করেছেন। তাই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য এক ধন্যবাদ সভা আয়োজন করা হয়েছে। উপস্থিত হয়েছিলেন প্রায় হাজার জন মানুষ, যা একটি ইতিবাচক দিক আগাম নির্বাচনের ক্ষেত্রে। সাধারণ মানুষ এখনো মুখ্যমন্ত্রীর সাথেই রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন এমনটাই বলেন তিনি। পাশাপাশি আব্দুল মাজেদ বলেন মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন তা তিনি রেখেছেন সেই বিষয় আজ আমরা তুলে ধরলাম সাধারণ মানুষের সামনে।