কেন্দ্র পেট্রোল ও ডিজেলের দাম কমালেও রাজ্য এখন পর্যন্ত কোন দাম কমায়নি তার প্রতিবাদে এদিন বহরমপুর জেলা প্রশাসনিক ভবনের সামনের পেট্রোল পাম্পে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপির নেতা কর্মীরা। তাদের দাবি কেন্দ্র পেট্রোলের দাম ৫ টাকা ও ডিজেলের দাম ১০ টাকা কমিয়েছ। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্য সহ অন্যান্য বেশ কিছু রাজ্য দাম কমিয়েছে। অথচ পশ্চিমবঙ্গ সরকার কাল জানিয়েছে যে তারা তেলের দাম কমাবে না। তারই প্রতিবাদে এবং তেলের দাম কমানোর দাবিতে গোটা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও বিজেপির অবস্থান বিক্ষোভ আন্দোলনে চলছে। তারা জানিয়েছে, তেলের দাম না কমা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।