জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সম্মেলন হচ্ছে বহরমপুর রবীন্দ্র সদনে। ট্রাক শ্রমিক থেকে শুরু করে হকার্স ইউনিয়ন, বিড়ি শ্রমিমরা সম্মেলনে যোগ দিয়েছেন। বঞ্চিত শ্রমিকরা তাদের অধিকার আদায়ের প্রস্তাব তোলেন সম্মেলন থেকে। ব্জেলায় প্রায় ১৩ লক্ষ বিড়ি শ্রমিক রয়েছে। বিড়ি শ্রমিকরা তাদের মজুরি বৃদ্দির দাবি তুলেছেন। জেলার কয়েক হাজার শ্রমিক এদিনের সম্মেলনে যোগ দিয়েছিলেন।