Skip to content
জাতীয় সড়ক থেকে ৩ হাজার ২০০ বোতল ফেনসিডিল সহ ২ ব্যক্তি গ্রেফতার

জাতীয় সড়ক থেকে ৩ হাজার ২০০ বোতল ফেনসিডিল সহ ২ ব্যক্তি গ্রেফতার

Reported By:- Binoy Roy

গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জাতীয় সড়ক থেকে ৩ হাজার ২০০ বোতল ফেনসিডিল সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করলো মুর্শিদাবাদে নবগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে- শুক্রবার রাতে বহরমপুর থেকে জাতীয় সড়ক ধরে নবগ্রামের দিকে যাওয়ার পথে একটি চারচাকা ডিআই গাড়িকে শিবপুর টোলগেট এলাকায় আটক করে নবগ্রাম থানার পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩ হাজার ২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। ঘটনায় ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ওই গাড়ি থেকে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ফেনসিডিল কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো, আরও কে বা কারা জড়িত রয়েছে এই পাচার চক্রের সাথে- সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে নবগ্রাম থানার পুলিশ। শনিবার ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে তোলা হবে লালবাগ মহকুমা আদালতে।

Leave a Reply

error: Content is protected !!