শনিবার বহরমপুর স্টেডিয়াম ময়দানে অনুষ্ঠিত হলো ৩৯তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই উপলক্ষে বহরমপুরে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি এদিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন মন্ত্রী। তিনি জানান, গত ফেব্রুয়ারি মাসে এই প্রতিযোগিতা করার জন্য একটি প্রপোজাল মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়। কিন্তু ফেব্রুয়ারি মাসে নানা অনুষ্ঠান থাকায় সেটি চলতি মাসে করা হচ্ছে। অন্য দিকে, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রূপে করার বিষয় নিয়ে ব্রাত্য বসু বলেন, এটি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তার কথা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের পরেই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপে করার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।