জেলা বি জে পি’র ডাকে বহরমপুরে মিছিল

জেলা বি জে পি’র ডাকে বহরমপুরে মিছিল

Reported By:- News Desk

কেন্দ্রীয় সরকার সহ বি জেপি তথা এন ডি এ শাসিত ২২টি রাজ্য সরকার ডিজেল ও পেট্রলের উপর থেকে Excise duty ও VAT এবং Cess ব্যাপকভাবে কমিয়েছেন।অথচ পশ্চিমবঙ্গের তৃণমুল কংগ্রেস সরকার VAT ও Cess কমাবেন না বলে ঘোষনা করেছেন। এর বিরুদ্ধে রাজ্য বি জে পি'র নির্দেশে শুক্রবার জেলা বি জে পি'র ডাকে বহরমপুরে একটি মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!