বাথরুমের চেম্বার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত, বেগুনঢুহি এলাকায়, মূলত জানাজায় বেশ কিছুদিন আগে, রানীনগর থানার অন্তর্গত বিল-চাতটা গ্রামের এক যুবকের সঙ্গে, রানিতলা থানার বেগুনডিহি এলাকার এক মহিলার প্রেমের সম্পর্ক হয়, তারপরেই কিছুদিন আগে সেই যুবক পালিয়ে আসে ওই মহিলার বাড়িতে, তারপরই হঠাৎ তিনদিন থেকে, প্রেমিকার বাড়ির মানুষ জন পলাতক, তাতেই সন্দেহ হয় এলাকাবাসী, তারপরেই হঠাৎ বাথরুমের চেম্বারের দিকে, সকলের নজর যায়, তারপরই আজ ঘটনাস্থলে রানিতলা থানার পুলিশ পৌঁছে, চেম্বার চেক করলে মৃতদেহ দেখতে পেয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।ঘটনার তদন্ত শুরু করেছে রানিতলা থানার পুলিশ।