মঙ্গলবার সকাল সকাল নির্বাচনী প্রচারে নেমে পড়লেন বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল সাহা। এদিন সকালে বহরমপুরে হাতিনগরের বকুল তলা এলাকায় প্রথমত দলীয় কর্মীদের নিয়ে চায়েপে চর্চায় বসেন তিনি। সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি শাখারভ সরকার সহ দলের সক্রিয় কর্মীরা। এরপর ওই এলাকার পাড়ায় পাড়ায় ঘুরে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন প্রার্থী নির্মল সাহা। উল্লেখ্য- যদিও রাজনীতির ময়দানে তিনি নতুন মুখ, তবে জেলাবাসীর কাছে তিনি পরিচিত বহরমপুর শহরের একজন বিশিষ্ট চিকিৎসক হিসেবে। মূলত কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের কথা জনসাধারণের কাছে তুলে ধরেই প্রচার সারতে দেখা যায় তাকে। তিনি বলেন- নির্বাচনী প্রচারে বেরিয়ে জনসাধারণের তরফ থেকে যে সাড়া পাওয়া যাচ্ছে তাতে এই লোকসভা কেন্দ্রে জয়লাভের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী তিনি।