হুমকি দিয়ে জোর করে জমি দখল করতে চাইছে তৃণমূল নেতা মাসাদুল খান। এমনই গুরতর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রানিতলা থানার দেবাইপুর এলাকায়।
কামাল উদ্দিন আহমেদ নামে দেবাইপুর এলাকার এক বাসিন্দার অভিযোগ,মাসাদুল খানের কাছ থেকে তার বাবা সাড়ে তিন শতক জায়গা কিনে নিয়েছিল।আর এই জায়গা এখন কামাল উদ্দিন আহমেদ সহ তার আরো তিন ভাই ও দুই বোনের নামে জায়গাটি রেকর্ড আছে।কিন্তু এখন মাসাদুল খান জোরপূর্বকভাবে দুই শতক জমি দখল করতে চাইছে। এমনকি হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
কামালউদ্দিন আহমেদের আরো অভিযোগ,তারা রানীতলা থানায় মাসাদুল খানের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলেও থানা তাদের অভিযোগ নেয় না।এরপর তারা বাধ্য হয়ে ভগবানগোলার এসডিপিওর কাছে গিয়ে অভিযোগ জানান।
যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মাসাদুল খান।
তিনি জানান,দুই শতক জমি তারই।জোরপূর্বক ভাবে কামালউদ্দিন সেখ ও তার পরিবার তার জমি দখল করে আছে।
মঙ্গলবার দুপুর একটার সময় সংবাদমাধ্যমের সামনে কামালউদ্দিন আহমেদ ও তার পরিবার তৃণমূল নেতা মাসাদুল খান ও পুলিস প্রশাসনের বিরুদ্ধে নানান অভিযোগের কথা তুলে ধরেন।