বৃহস্পতিবার সকাল 11টা সময় রেজিনগর থানার দাদপুর বোলতলা কাছে একটি জঙ্গল থেকে বাচ্চারা খেলা করতে গিয়ে একটি সকেট বোমা কুরিয়ে পায় তারপর বাড়ি নিয়ে এসে মাকে দেখায়, সেই মা আবার পাড়ার লোককে দেখালে রেজিনগর থানার পুলিশকে খবরদেয়, পুলিশ এসে তল্লাশি চালিয়ে আরো একটি বোম করে, এবং বোম গুলি নিষ্ক্রিয় করার জন্য বোমষ্কডকে খবর দেওয়া হয়। কে বা কারা বোম গুলি রেখেছে তা খতিয়ে দেখছে রেজিনগর থানার পুলিশ।