অন্যায় ভাবে বদলী বন্ধ এবং ন্যায্য পেস্কেলের দাবীতে নার্সদের বিক্ষোভ আন্দোলন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। রবিবার বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমারজেন্সি বিভাগের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে নার্সিস এ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন বিক্ষোভে উপস্থিত নার্সরা জানিয়েছেন, তারা শুধু তাদের জন্যই বিক্ষোভ আন্দোলন করছেন না। রাজ্যের সমস্ত নার্সদের জন্য এই আন্দোলন তারা করছেন। এমনকি তারা হাসপাতালের ডিউটি সেরে এসে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। রোগীরা যাতে সঠিক পরিষেবা পায় সেই দিক লক্ষ্য রেখেই এই আন্দোলন করা হচ্ছে।