বহরমপুর শহরের জনবহুল এলাকায় পচা মাছের দুর্গন্ধে নাভিশ্বাস উঠছে জনসাধারণের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এই সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে ফোনে কথা বলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। উল্লেখ্য- গত দিন চারেক আগে বহরমপুর শহরের লালদিঘীতে বিষক্রিয়ায় মৃত্যু হয় প্রচুর পরিমাণ মাছের। এদিকে শহরের মাঝামাঝি রীতিমতো জনবহুল এলাকায় পচা মাছের দুর্গন্ধে নাভিশ্বাস উঠছে স্থানীয় বাসিন্দা, ব্যবসাদার, পথ চলতি মানুষ থেকে শুরু করে জনসাধারণের। প্রশ্ন উঠছে- চারদিন পেরিয়ে গেলেও কেন এখনও পর্যন্ত কোনো যোগ্য ব্যবস্থা গ্রহণ করা হয়নি পৌরসভার পক্ষ থেকে?