দাবা খেলার প্রচার, প্রসার ও উন্নতিকল্পে পশ্চিমবঙ্গের ২৩ জেলাকে ৫০ টা করে দাবার বোর্ড ও গুটি এবং ১০ টা করে দাবার ঘড়ি হিসেবে মোট ১১৫০ টা দাবার বোর্ড ও ২৩০ টা দাবার ঘড়ি প্রদান করতে চলেছে 'মিত্র চ্যারিটেবল ট্রাস্ট'-এর কর্ণধার সঞ্জয়কুমার মিত্র।
বলে রাখা ভালো, 'মিত্র চ্যারিটেবল ট্রাস্ট--এর এই মহতী কর্মকাণ্ডে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে 'সারা বাংলা দাবা সংস্থা'।