বিজেপির বিজয় সংকল্প যাত্রা অনুষ্ঠিত হল বহরমপুরে। বুধবার বিকেলে নির্বাচনী প্রচারে বহরমপুর টেক্সটইল কলেজ মোড়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের বিজয় সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিধায়ক গৌরী শংকর ঘোষ, বিজেপি জেলা সভাপতি শাখারভ সরকার সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা।