সিপিআইএম প্রার্থী মোঃ সেলিমের প্রচার শুরু হয় মুর্শিদাবাদের লালবাগের বিভিন্ন এলাকায়. মূলত গঙ্গা পাড়ের পশ্চিম এলাকাগুলিতে আজ তার প্রচার. লালবাগ কোর্ট স্টেশন রোড হয়ে এলাহিগঞ্জ মুকুন্দবাদ সহ একাধিক এলাকায় তার প্রচার লক্ষ্য করা যায়. এবং পরবর্তীতে ডাহাপাড়া এবং আজিমগঞ্জ এর বেনীপুর পর্যন্ত তার এই রোড শো চলে. এলাকার সাধারণ মানুষের ভিড় ছিল রীতিমতো লক্ষ্য করার মতো.