প্রধানমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ঘিরে নির্বাচনের প্রাক্কালে দিকে দিকে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী ও সমর্থকরা। মূলত এরই প্রতিবাদে শুক্রবার দুপুরে বহরমপুরে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হ'ল বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনকারীদের অভিযোগ- কেন তিনি দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করলেন নিজে একজন মুখ্যমন্ত্রী হয়ে? মূলত এরই প্রতিবাদে এদিন বিজেপির বিক্ষোভ মিছিল পরিক্রমা করে বহরমপুর শহরের বিভিন্ন এলাকা।