Skip to content
প্রিয় অধীর দাদার দিদি-বোনেরা নির্বাচনের আগে দাদার হাতে টাকা তুলে দিলেন নিজেদের সামর্থ্য অনুসারে

প্রিয় অধীর দাদার দিদি-বোনেরা নির্বাচনের আগে দাদার হাতে টাকা তুলে দিলেন নিজেদের সামর্থ্য অনুসারে

Reported By:- Binoy Roy

তৃণমূলের কাছে অনেক টাকা কিন্তু অধীরদার হাতে পয়সা নেই মনে করে প্রিয় দাদার দিদি-বোনেরা নির্বাচনের আগে দাদার হাতে টাকা তুলে দিলেন নিজেদের সামর্থ্য অনুসারে। সব মিলিয়ে গ্রামের এগারো জন মহিলা মোট এগারো হাজার টাকা তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাতে। তাদের কারও জমির ফসল বিক্রি করার টাকা, কারও ছাগল, মুরগী বিক্রি করা টাকা, আবার কারও স্বামীর একদিনের ইনকামের টাকা জমা করে এদিন স্বেচ্ছায় তারা তুলে দেন অধীর রঞ্জন চৌধুরীর হাতে। বহরমপুর লোকসভা কেন্দ্রের কান্দি থানার অন্তর্গত রণগ্রামের বাসিন্দা অতি সাধারণ ঘরের ওই মহিলাদের বক্তব্য- নির্বাচনের আগে তাদের গ্রামে সব দলেরই দেওয়াল লিখন হয়েছে, হয়নি শুধু কংগ্রেস দলের। মূলত সেই জায়গা থেকেই তারা এই মুহুর্তে সাহায্য করার কথা মনে করেছেন। বলা বাহুল্য- একটা গ্রামের কিছু সাধারণ পরিবারের মহিলাদের এই মানসিকতাকে সম্মান জানিয়ে তাদের এই উপহার নিজে হাতে গ্রহণ করেন অধীর রঞ্জন চৌধুরী।

Leave a Reply

error: Content is protected !!