জঙ্গি হামলায় নিহত বাঙালি জওয়ান

জঙ্গি হামলায় নিহত বাঙালি জওয়ান

Reported By :-Binoy Roy

মনিপুরে জঙ্গি হামলায় নিহত বাঙালি জওয়ান। মৃত শ্যামল দাসের দেহ পৌঁছালো তার নিজের বাড়িতে। তাকে শেষ দেখা দেখতে লোকে লোকারণ্য হয়েছে মুর্শিদাবাদে খড়গ্রামের কীর্তিপুর গ্রাম। জঙ্গি হামলায় নিহত বাঙালি জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে আজ সকাল থেকেই হাজির ছিলেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। সোমবার দুপুর গড়াতেই গ্রামে প্রবেশ করে সেনাবাহিনীর কনভয়। মৃত জওয়ানের বাড়ি সংলগ্ন মাঠে নামানো হয় তার মৃতদেহ। আগে থেকেই সেখানে হাজির ছিলেন শ্যামল দাসের পরিবার পরিজন সহ জনসাধারণ। বলা বাহুল্য- শনিবার রাতে তরতাজা যুবকের মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই শোকের ছায়া নামে পরিবার সহ সারা এলাকা জুড়ে। অবশেষে সোমবার বিকেলে সেই মৃতদেহ বাড়ি এসে পৌঁছায়। সেখানেও মৃত জওয়ানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয় গান স্যালুটের মধ্য দিয়ে। সব শেষে পরিবার পরিজনদের সাথে নিয়ে মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় গ্রাম সংলগ্ন শ্মশানে।

Leave a Reply

error: Content is protected !!