বৃহস্পতিবার বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী ৫ বারের সাংসদ অধীর চৌধুরী চুঁয়াপুরের সুভাষপল্লী এলাকা সহ বিভিন্ন এলাকায় বাদ্যযন্ত্র সহযোগে পায়ে হেঁটে নির্বাচনী প্রচার সারলেন। প্রচার শেষ করলেন বহরমপুর ট্রেকার স্ট্যান্ড এলাকায়। রাস্তায় অসংখ্যা মানুষ অধীর চৌধুরীকে কাছে পেয়ে হাতে হাত মেলালেন, কেউ কেউ ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন।