Skip to content
সারা দেশের সাথে মুর্শিদাবাদ জেলা জুড়ে পালিত হল খুশির ঈদ

সারা দেশের সাথে মুর্শিদাবাদ জেলা জুড়ে পালিত হল খুশির ঈদ

Reported by:-  Binoy Roy

বৃহস্পতিবার সকালে জেলার বিভিন্ন প্রান্তের মসজিদে মসজিদে ঈদের নামাজে সামিল হন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ৷ ৩০দিনের রমজান শেষ করে এদিন নতুন পোষাকে পরে সংঘবদ্ধ ভাবে ঈদের নামাজ পড়েন তারা৷ বহরমপুরের সুন্দিপুর নবম জামাতের নামাজ পড়া হয়। ঈদগাহ ময়দানে নামাজ পড়েন তারা। নামাজ শেষে একে অপরের সাথে আলিঙ্গনে মেতে ওঠেন। তারপর ধর্মীয় রীতি মেনে শুরু হয় আজান। মুসলিম সম্প্রদায়ের মানুষজন জানিয়েছেন, আজ তারা এই খুশির ঈদে আপন মানুষজন এবং বন্ধু বান্ধবদের নিয়ে খাবারের আয়োজন করে খাবার খাবে। সকলের সঙ্গে এই আনন্দ ভাগ করে নেবে।

Leave a Reply

error: Content is protected !!