পেশায় নার্সিং শিক্ষিকা এই লেখিকার করোনাকালীন সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতার অনন্য এক গদ্য সংকলন "কথা হারানোর জার্নাল "এর জন্য তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।১৪-ই নভেম্বর কলকাতার অবনীন্দ্র সভাঘরে এক অনুষ্ঠানে শিল্পী সমীর আইচ ,সাংবাদিক ও শিল্পকলা বিশেষজ্ঞ দেবাশিস চন্দ ,কাটুমকুটুম শিল্পী পবন লোহার তুলে দেন এই সম্মাননা।