আগামী ৭ই মে মুর্শিদাবাদ ও জঙ্গীপুর লোকসভা কেন্দ্রে রয়েছে নির্বাচন। তার আগে আজ ১২ই এপ্রিল এই দুই কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা নমিনেশন পত্র দাখিল করলেন জেলা শাসকের দপ্তরে। এদিন দুপুরে প্রথমত বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ে উপস্থিত হন ৯ নম্বর জঙ্গীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান ও ১১ নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান। পাশাপাশি উপস্থিত ছিলেন দলের সর্বস্তরের নেতা ও কর্মীরা। সেখান থেকে রীতিমতো মিছিল করে তারা উপস্থিত হন বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে। সেখানে যথাযথ নিয়ম অনুসারে, সরকারি বিধি মেনে জেলা শাসকের দপ্তরে নিজেদের নমিনেশন পত্র দাখিল করেন তারা। বলা বাহুল্য- জঙ্গীপুর লোকসভা ও মুর্শিদাবাদ লোকসভা নির্বাচনে দুই কেন্দ্র থেকেই জয়লাভের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী তারা।