কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে তৃণমূলের "গো ব্যাক" স্লোগান ঘিরে রাজনৈতিক তরজা উঠলো তুঙ্গে। তৃণমূল কর্মীর গায়ে হাত দেওয়ার প্রতিবাদ জানাতে শনিবার দুপুরে বহরমপুর শহর জুড়ে একটি ধিক্কার মিছিল করলো তৃণমূল কংগ্রেস। মিছিলে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি, ভায়েস চেয়ারম্যান স্বরূপ সাহা সহ বহরমপুর টাউন ও বহরমপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। উল্লেখ্য- এদিন সকালে বহরমপুরের নতুন বাজার এলাকায় অধীর রঞ্জন চৌধুরীর নির্বাচনী প্রচার চলা কালীন "গো ব্যাক" স্লোগান দেয় জনা কয়েক যুবক। ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমতো ধুন্ধুমার কান্ড বাধে ঘটনাস্থলে। পরে পুলিশের হস্তক্ষেপে অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করা হয়। তৃণমূলের অভিযোগ- ঘটনাস্থলে তৃণমূল দলের এক কর্মীকে মারধোর করেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মূলত এরই প্রতিবাদে শনিবার বিকেলে বহরমপুর শহর জুড়ে একটি ধিক্কার মিছিল করলো তৃণমূল কংগ্রেস।